দুধল কবিরাজ পিলখানা (ডিকেপি) মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল ।
  • ...
  • ...
  • ...
  • ...
মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠান সম্পর্কে :


দুধল কবিরাজ পিলখানা মাধ্যমিক বিদ্যালয়দুধল মাদ্রাসা,বাকেরগঞ্জ,বরিশাল

                  বিদ্যালয় পরিচিতি

বিদ্যালয়ের নামঃ দুধল কবিরাজ পিলখানা (ডিকেপি) মাধ্যমিক বিদ্যালয়

অবস্থানঃ গ্রামঃ দুধল, ডাকঘরঃ দুধল মাদ্রাসা, উপজেলাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল।
স্থাপিতঃ ১৯৬৭ খ্রিঃ 
বিদ্যালয় কোডঃ ১৯৯২, EIIN: ১০০৪৭৩, এমপিও নংঃ ৫১০৭০৭১৩০৩ 
মোবাইলঃ ০১৭১৬৮৩৭৩৯৩, ০১৩০৯১০০৪৭৩

বিদ্যালয় ই-মেইল: dkpss1967@gmail.com

বিদ্যালয় ওয়েব সাইট: www.dkpss.edu.bd.

বিদ্যালয়ের ধরনঃ বেসরকারি

প্রতিষ্ঠাতাঃ
 ১) মোঃ আলতাফ উদ্দিন খান (প্রাক্তন চেয়ারম্যান ৪নং দুধল ইউনিয়ন),
২) মোঃ ফজলুল হক গাজী

জমি দাতাগনঃ

(১) মোঃ আলতাফ উদ্দিন খান, (২)  মোঃ ফজলুল হক গাজী, (৩) মোঃ বন্দে আলী হাওলাদার, (৪) মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার, (৫) দক্ষিন গার্জী বাড়ির অর্থাৎ আবুল হোসেন গাজী বাড়ির আত্মীয়স্বজনদের (পরবর্তীকালে বিদ্যালয় কর্তৃক ক্রয়কৃত), (৬) মোঃ আব্দুস সালাম খান (সাবেক সভাপতি)

বিদ্যালয়ের ভৌত কাঠামোঃ

(১) ফ্যাসিলিটি ভবন (১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ঘা বর্তমানে জরাজীর্ন), (২) জাইকা ভবন হলরুম (জাইকা কর্তৃক নির্মিত), (৩) চারতলা প্রশাসনিক ভবন (কাজ চলমান) ,(৪) আতাহার গাজী ফাউন্ডেশন এর জন্য লাইব্রেরী ভবন (এনায়েত গাজী কতৃক নির্মিত), (৫) মেয়েদের নামাজের ঘর ও কমনরুম (মোঃ শাহিন হাওলাদার কর্তৃক নির্মিত), (৬) গেট ও সম্মুখবাউন্ডারী (আবদুছ সবুর খান কর্তৃক নির্মিত)

অর্থদানঃ
 (১) জনাব মোঃ শামসুল আলম চুন্নু মিয়া

বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক কর্তৃক নির্মিত শামসুল আলম ভবন যা বর্তমানে ভেঙ্গে চারতলা ভবন নির্মান করা হয়েছে।

(২) মোঃ আব্দুল জলিল গাজী 
(৩) কে. এম. সাইদুল ইসলাম শাওন ( সেলস্‌ ম্যানেজার, এবিসি টাইলস)


বিবরণঃ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৪নং দুধল ইউনিয়নে দুধল কবিরাজ পিলখানা মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৬৭ সালে কবিরাজ গ্রামের কৃতি সন্তান, শিক্ষানুরাগী ব্যক্তি জনার মোঃ আলতাফ উদ্দিন খান প্রতিষ্ঠা করেন। তার এই মহৎ কাজের জন্য দুধল গ্রামের বিদ্যানুরাগী ব্যক্তিরা এগিয়ে আসেন। তার মধ্যে সবচেয়ে বড় অবদান রাখেন মোঃ ফজলুল হক গাজী, জনাব মোঃ বন্দে আলী হাওলাদার, জনাব মোঃ মোজাম্মেল হক গাজী (সাবেক চেয়ারম্যান), মোঃ আবদুর রাজ্জাক হাওলাদার। তারা জমি, অর্থ ও কায়িক পরিশ্রম দ্বারা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তারা সবাই মৃত্যুবরণ করেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাছাড়া এলাকার সর্বস্তরের জনগন বিভিন্নভাবে সাহায্য করেন । বর্তমানে বিদ্যালয়ে ১৩ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, ০১ জন ৩য় শ্রেনীর কর্মচারী ও ০৫ জন ৪র্থ শ্রেনির কর্মচারী দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সুনাম রয়েছে। বিদ্যালয়ে প্রতিবছর এস.এস.সি পাশের হার সন্তোষজনক। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ বিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন।